Anurag Prakashani
প্রেতবৈঠক ||PRETBOITHAK
Highlights
ভূত সম্পর্কে মানুষের ধারণা আর আগের মতো নেই। সেকেলে বীভৎস রসের ভৌতিক গল্পের বদলে পাঠক এখন বুদ্ধিদীপ্ত ভয়ের কাহিনি উপভোগ করতে আগ্রহী। কারণ উন্নত সভ্যতার সঙ্গে তাল মিলিয়ে ভূত সম্পর্কে উপলব্ধিও আধুনিকতার স্তরে উঠে গেছে । ভৌতিক দৃশ্যর তাৎক্ষণিক আতঙ্ক ছাপিয়ে এখন ভয়টা এসে জমা হয়েছে মানসিক স্তরে। অর্থাৎ পাঠক ভয় পাওয়ার মধ্যেও যুক্তি সঙ্গত কারণ খুঁজে পেতে চাইছে।
ইদানিংকালের ভয়ের গল্পগুলি মস্তিষ্কের পথ বেয়ে ধীরে ধীরে ঠান্ডা স্রোতের মতো নামতে থাকে শিরদাড়া বরাবর। তারপর রক্তের মধ্যে দিয়ে সঞ্চারিত হয়ে শিহরিত করে তোলে পাঠককে।
প্রেতবৈঠক বইটির প্রতিটি গল্পই ভয় এবং চিন্তাশক্তি নির্ভর। বর্তমান পাঠকের মানসিকতাকে বিচার বিশ্লেষণ করেই এই সংকলনের প্রতিটি গল্প নির্বাচন করা হয়েছে। প্রথাগত ভৌতিক গল্পের প্লট থেকে সরে ভিন্ন ধারার কাহিনি রচনার চেষ্টা করেছি। ভয় এখানে ধরা দেবে মস্তিষ্কে আর মনে। কুসংস্কার, লৌকিক বিশ্বাস, ভূত সম্পর্কিত আধুনিক ধারণা এবং ঐতিহাসিক বিষয়বস্তুই এই গ্রন্থের মূল উপজিব্য।
অবশ্য এই বিষয়ে প্রকাশকের কৃতজ্ঞতা স্বীকার করতেই হয়। তাঁর ঐকান্তিক প্রচেষ্টায় প্রেত বৈঠক বইটি ভূমিষ্ঠ হতে পেরেছে। এখন পাঠককূলের হাতে বইটি সমাদৃত হলে সকল পরিশ্রম সার্থক।
আপনি কখনো ভূতের অটোগ্রাফ সংগ্রহ করার কথা ভেবেছেন ? কিংবা ভূতেদের ডেকে এনে বৈঠকি আড্ডা মেতেছেন? কী ভয় পেলেন তো? না না আমি প্ল্যানচেট করার কথা বলছি না। সেসব এখন অতীত। ভূতেরাও এখন আধুনিক হয়েছে। কি, কল্পনা করতে পারছেন না তো? রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পর্যন্ত এই সব ভূতেদের সন্ধানে মেতে ছিলেন। অশরীরীদের অবলম্বন করে আশ্চর্য কিছু কৌতূহল নিবৃত্তি করতে চেয়েছিলেন তাঁরা।
সেসব ঘটনার সূত্রধরেই ভূমিষ্ঠ হয়েছে এই ভৌতিক গল্প সংকলনটি। কখনো সেটা শয়তানের চোখ হতে পারে। যা আপনি অলংকার ভেবে শরীরে ধারণ করে আছেন। আবার এমনটাও হতে পারে যে প্রেত আপনাকে ভিড়ের মাঝখানে দর্শন দিল আর আপনি তাকে চিনতেও পারলেন না। জীবন্ত মানুষ ভেবে ভুল করলেন। হয়তো সে তার মৃত্যুর কারণ বাতলে দিতে কিংবা অপরাধীকে চিনিয়ে দিতে এসেছিল।
ভূতেদের শেষ বলে কিছু নেই। তাই ইতিহাসের ভূতেরা বর্তমান সময়ে ভয় দেখাতে হাজির হলেও অবিশ্বাসী হবেন না। তাদের বিচরণ সর্বত্র। কালের গন্ডি তাদের কাছে অমূলক। আচ্ছা রক্ত আর রঙকে কখনো মিশে যেতে দেখেছেন? কিংবা ধরুন একগুচ্ছ মানুষের হাড় আপনার বাড়ির মধ্যেই অন্য রূপে রয়েছে আপনি তার কিছুই জানেন না। এই রকম হাড় হিম করা নানান প্রশ্ন আর ভয়ের অভিজ্ঞতার সন্ধান পেতে চলুন পড়ে নেওয়া যাক প্রেতবৈঠক বইটি।
Reviews and Ratings
No Customer Reviews
Share your thoughts with other customers

